আগামী ১৫/০৯/২০২৪ ইংরেজি রবিবার ১ ও ২নং ওয়ার্ড (সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত মহিলা এবং ১২.৩০টা থেকে ৪টা পর্যন্ত পুরুষ)।
১৭/০৯/২০২৪ইংরেজি মঙ্গলবার ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড (সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত মহিলা এবং ১২.৩০টা থেকে ৪টা পর্যন্ত পুরুষ)।
১৮/০৯/২০২৪ইংরেজি বুধবার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড (সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত মহিলা এবং ১২.৩০টা থেকে ৪টা পর্যন্ত পুরুষ)।
# যারা পাবেন :
* ২০০৭ সাল থেকে ২০১৯সাল পর্যন্ত হওয়া ভোটারগন (০১/০১/২০০২ তারিখের পূর্বে জন্ম হলে)
# যা যা সাথে আনতে হবে:
১। মূল এনআইডি কপি। যারা পূর্বে লেমিনেটেড কার্ড সংগ্রহ করেন নাই তাহারা ভোটার স্লিপ।
২। স্মার্ট কার্ড গ্রহনে ইচ্ছুক স্বশরীরে উপস্থিত থাকতে হবে।
৩। SC NID (NID নম্বর) ১০৫নম্বরে এসএমএস দিয়ে স্মার্ট কার্ডের বক্স নম্বর সাথে আনবেন। অথবাhttps://services.nidw.gov.bd/nid-pub/card-status লিংক থেকে বক্স নম্বর বের করতে পারবেন।